নিজস্ব প্রতিনিধি:::
নরসিংদীর শিবপুরে জাতীয় নিরাপদ সড়ক চাই নিসচা এর ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, লিফলেট বিতরণ ও র ্যলী অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ১১টায় শিবপুর উপজেলায় ও দুপুরে ইটাখোলা গোলচত্বরে নিসচার ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা, র ্যলী ও লিফলেট বিতরণ করা হয়।
শিবপুর উপজেলা নিরাপদ সড়ক চাই এর সভাপতি আব্দুল হান্নান মানিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম খোরশেদ আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজীব এ সময় উপস্থিত ছিলেন, রায়পুরা প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম শরীফ মিয়া, নিরাপদ সড়ক চাই এর সহ সভাপতি আবু ছাইদ মোগল, সাংগঠনিক সম্পাদক আব্বাছ উদ্দিন কবির,যুগ্ন সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ সরকার, সড়ক দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক মোঃ কাউছার ভুইয়া, এসএম বাছেদ ও সাখাওয়াৎ হোসেন প্রমূখ।
দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলায় চালক, হেলপার ও যাত্রীদের মাঝে সংগঠনের সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়েছে।