আবুনাঈমরিপনঃ
নরসিংদীর শিবপুরে বঙ্গবন্ধু শর্ট পিচ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।বন্ধু মহলের উদ্যোগে শনিবার (১৪ জানুয়ারি) রাতে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন। খেলাটি উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম ভূঁইয়া রাখিল। পৃষ্ঠপোষকতায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খানের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক রাজন রায়ের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান,আলমগীর হোসেন মৃধা,এনসিসিআই এর সাবেক সভাপতি আলী হোসেন শিশির,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া,জেলা যুবলীগের সহ-সভাপতি জুনায়েদুল হক ভূঁইয়া জুনু,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ,পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাদির ভূঁইয়া,পৌরসভা তাঁতী লীগের আহ্বায়ক জহিরুল ইসলাম মিঠু,পৌরসভা ছাত্রলীগের সভাপতি রাকিব হাসান এফরান,সাধারণ সম্পাদক জাহিদ হোসেন সোহান,সহ-সভাপতি জাহিদুল ইসলাম খান,সরকারি শহীদ আসাদ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শাওন খান,চক্রধা ইউনিয়ন মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আবিদ হাসান রনি প্রমূখ।
খেলায় পৌরসভা একাদশ ও ভাই ভাই একাদশ নামে দুটি দল অংশগ্রহণ করেন।