:::আবুনাঈমরিপন, স্টাফ রিপোর্টার :::
বৃহস্পতিবার উপজেলার ৮৮ নং শেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নদী বাংলা গ্রুপ’র চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যান মনজুর এলাহী।
তিনি বলেন শেরপুর গ্রামে উচ্চ বিদ্যালয় করার জন্য আপনারা দাবি করেছেন আমি আপনাদের দাবি মেনে নিলাম। মরহুম হাজী আবেদ আলী উচ্চ বিদ্যালয় করে দিব ইনশাল্লাহ । আপনাদের নিকট আমার একটি দাবি আপনারা ভরতের কান্দী , শেরপুর গ্রামে মাদক ব্যবসায়ী ও মাদক সেবন মুক্ত গ্রাম উপহার দিবেন। আমি অত্যন্ত কষ্ট পাই,যখন শুনতে পাই ভরতের কান্দী ও শেরপুর গ্রামে মাদক বিক্রি ও সেবন করে । আমি মাদক মুক্ত সমাজ চাই। আপনারা আমাকে মাদকমুক্ত গ্রাম উপহার দিবেন আমি আপনাদেরকে মরহুম হাজী আবেদ আলী নামে উচ্চ বিদ্যালয় শেরপুর গ্রামে করে দিব ইনশাল্লাহ। আপনারা আমাকে মাদক মুক্ত ,সন্ত্রাসমুক্ত , ভরতের কান্দী,শেরপুর গ্রাম উপহার দিন ।আর আমি যদি প্রশাসনের সহযোগিতায় গ্রামে আসি মাদক মুক্ত করতে তখন কিন্তু কেউ ছাড় পাবেন না, আমি আপনাদের সকল দাবি মেনে নিলাম ,আপনারা মাদক মুক্ত গ্রাম গড়ে তুলুন । শুধু উচ্চ বিদ্যালয় নয় আমি আপনাদের সকল দাবি মেনে নিলাম, আপনারা আমাকে মাদক মুক্ত গ্রাম উপহার দিন ।আব্দুল্লাহ আল মামুন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ টেক্সটাইল এসোসিয়েশন ও সভাপতি অত্র বিদ্যালয় পরিচালনা পরিষদ এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন,এডভোকেট মোহাম্মদ আলী সরকার টুটুল সাবেক সাধারণ সম্পাদক নরসিংদী জেলা আইনজীবী সমিতি ও সভাপতি ভরতের কান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদ । শুভেচ্ছা বক্তব্য রাখেন আফরোজা সুলতানা নিরু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ সিরাজুল হক নান্টু সভাপতি উপদেষ্টা কমিটি অত্র বিদ্যালয়, মোঃ মনিরুজ্জামান মনির কোষাধক্ষ্য নরসিংদী আয়কর আইনজীবী সমিতি ও চেয়ারম্যান পদপ্রার্থী পুটিয়া ইউনিয়ন পরিষদ। মোঃ আলমাছ মিয়া ও জাকির হোসেন মোল্লা সহ সভাপতি অভিভাবক কমিটি অত্র বিদ্যালয়, মোঃ সাকিব মিয়া শিক্ষানবিশ আইনজীবী নরসিংদী, মোঃ মইনুল ইসলাম বিশিষ্ট সমাজ সেবক শেরপুর, আমিনুল হক ভূঁইয়া সাবেক প্রধান শিক্ষক অত্র বিদ্যালয়, সার্বিক সহযোগিতায় মোঃ আতাউর রহমান বিশিষ্ট সমাজসেবক শেরপুর , মোঃ রাসেল মোল্লা সভাপতি ৯ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ , হানিফ মাহমুদ সভাপতি ভরতের কান্দী বন্ধু মহল। ক্রীড়া পরিচালনায় আব্দুল কাইয়ুম মিয়া সহকারী শিক্ষক অত্র বিদ্যালয়, বিচারক মন্ডলী, আয়েশা বেগম, আফিয়া বেগম, নাসরিন সুলতানা, মোসলেমা বেগম, ধারা বর্ণনায় ,শিউলি রানী মিএ , ফলাফল সংরক্ষণে সানিয়া আক্তার শিমু ,সহকারি শিক্ষক অত্র বিদ্যালয় ও অন্যান্য নেতৃবৃন্দ ।