জুয়েল নাজির
মো: আসাদুজ্জামান আসাদ.
নরসিংদীর শিবপুরে বিদ্যুৎপৃষ্টে এক অটোচালকের মৃত্যু হয়েছে। নিহত অটোচালক জুয়েল নাজির (৩০) শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামের খোকন নাজিরের ছেলে। স্থানীয় ইউপি সদস্য নাসির উদ্দিন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত জুয়েলের নানা আবুল বাশার নাজির ও ইউপি সদস্য নাসির উদ্দিন শিবপুরের আলো ২৪ ডট কম’কে জানান, আজ বুধবার (১২ জুন) বেলা দুইটার সময় জুয়েল নিজ বাড়িতে তাঁর নিজের অটোর ব্যাটারী চার্জ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়। এ সময় বাড়ির লোকজন তাকে দেখতে পেয়ে অচেতন অবস্থায় দ্রুত শিবপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।অবস্থা জটিল দেখে জুয়েলকে নরসিংদী জেলা হাসপাতালে প্রেরণ করেন। বিকেল সাড়ে তিনটায় তাঁকে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন। শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন জানান বিদ্যুৎপৃষ্টে অটোচালকের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।