আবুনাঈমরিপনঃ
নরসিংদীর শিবপুরে মেসার্স সেলিম এন্টারপ্রাইজ ও কে এস ট্রেডিং এ সন্ত্রাসী হামলা চালিয়ে ব্যাবসা প্রতিষ্ঠানের বিভিন্ন মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।অতি সম্প্রতি শিবপুর বাসস্ট্যান্ডের উত্তর পাশে সেলিম ভূঁইয়া পরিচালিত ব্যাবসা প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে।খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।প্রতিষ্ঠানের মালিক সেলিম ভূঁইয়া জানান,রাত ৮ টার দিকে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালায়।তারা আমার প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙ্গচুর করে এবং ঠিকাদারি কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ও মালামাল লুট করে নিয়ে যায়,যার আনুমানিক মূল্য দশ লক্ষ টাকা।সেই সাথে আমার দুটি ভাড়া দেওয়া ফ্যামিলি ঘরেও তারা হামলা চালায়,সেখানে শিশু সহ বসবাসরত পরিবার চরম আতংকে ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নেয়। এব্যাপারে চিহ্নিত কয়েকজনের নাম দিয়ে শিবপুর মডেল থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান ভুক্তভোগী ব্যাবসায়ী সেলিম ভূঁইয়া।