• মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন

শিবপুরে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টারের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

admin / ৯৭৪ Time View
Update : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

মাহবুব খান:

নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানুয়া গ্রামে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) শিবপুর শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে গাইনি ও শিশু স্বাস্থ্য বিষয়ক স্বাস্থ্যসেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে।শুক্রবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী এই সেবা প্রদান করা হয়।বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের শুভ উদ্বোধন করেন মাছিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হারিস রিকাবদার।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবদী এরিয়ার সহকারী পরিচালক মোঃ আজিম রানা। এ সময় উপস্থিত ছিলেন শিবপুর শাখার ব্যবস্থাপক মোঃ বুলবুল হোসেন, পাঁচদোনা শাখার ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর আলম, মাধবদী শাখার ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান,ভার্ক মাধবদী এরিয়ার স্বাস্থ্য কর্মকর্তা নাদিয়া আফরোজ আখিসহ ভার্ক মাধবদী এরিয়ার বিভিন্ন স্তরের কর্মকর্তা,কর্মি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফ্রি ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন শিশুরোগ, মেডিসিন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট, চর্ম, যৌন, এলার্জি ও বাত ব্যথা রোগের চিকিৎসক ডাক্তার মোঃ সাদ্দাম হোসেন ঈশাম এবং প্রসূতি ও স্ত্রী রোগে প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক ডাক্তার ফারজানা ইয়াসমিন প্রীতি।পরে ভার্ক শিবপুর শাখার উপকারভোগী সদস্যদের মধ্যে ৮৪ জনকে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। সদস্যরা বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে ভার্কের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category