আলো রিপোট:
সারাদেশের ন্যায় নরসিংদীর শিবপুরেও যথাযোগ্য মর্যাদায় আজ মঙ্গলবার পালিত হয়েছে মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতীক মাতৃভাষা দিবস।দিবস টি উপলক্ষে সরকারী, বেসরকারী, সাহিত্য পরিষদ ও রাজনৈতিক দল আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টির উদ্দ্যোগে পালন করা হয়েছে বিভিন্ন কর্মসূচী।কর্মসূচীর মধ্যে ছিল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, শিবপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, শহীদদের জন্য মাগফিরাত কামনা করে মোনাজাত ও আলোচনা সভা।
উপজেলা প্রশাসন:
নরসিংদীর শিবপুরে মহান ভাষা আন্দোলনের শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার(২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুনুর রশিদ খান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ মোহাম্মদ হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল, মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো.আব্দুল্লাহ আল শামীম, কৃষি কর্মকর্তা দ্বীন মোহাম্মদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী প্রমুখ।
বিএনপি:
আজ মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার , শিবপুর পৌরসভা বিএনপি সভাপতি এড. মাহমুদুল হাসান বাবুল মৈশান , রশীদ মাস্টার , ভিপি তোফাজ্জল হোসেন সহ বিএনপি ও সকল অংগসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীদের সাথে নিয়ে ভাষা শহীদদের স্মরণে শিবপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
জাতীয় পার্টি:
অমর ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ মঙ্গলবার শিবপুর উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের পক্ষ হইতে শিবপুর কলেজ গেইট কেন্দ্রীয় শহীদ মিনারে সকল ভাষা শহীদের স্মরণে গভীর শ্রদ্ধার সাথে পুস্পস্তবক অর্পণ করা হয়।
আওয়ামীলীগ:
শিবপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা সদরস্থ অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোহসিন নাজির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী ও আমির হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ খোকন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক ফারুক খান, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ মোহাম্মদ আলী মিন্টু মৃধা, তাঁতী লীগের সভাপতি মোঃ হানিফ মিয়া ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ রাকিব হাসান ইফরান ও সাধারণ সম্পাদক শাওন,পৌর তাঁতীলীগের আহবায়ক জহিরুল ইসলাম মিঠু ও যুগ্ম আহবায়ক মোঃ সোহেল রানা সহ ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা
শিবপুর সাহিত্য পরিষদ:
অমর ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ মঙ্গলবার শিবপুর সাহিত্য পরিষদের সভাপতি নূরুদ্দীন দরজী ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরচানের নেতৃত্বে শিবপুর কলেজ গেইটের পাশে কেন্দ্রীয় শহীদ মিনারে সকল ভাষা শহীদের স্মরণে গভীর শ্রদ্ধার সাথে পুস্পস্তবক অর্পণ করা হয়।
শিবপুর প্রেসক্লাব:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ মঙ্গলবার শিবপুর প্রেসক্লাবের সভাপতি এসএস খোরশেদ এর নেতৃত্বে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।