আবুনাঈমরিপন, স্টাফ রিপোর্টার:
নরসিংদী শিবপুর উপজেলার মহিলা বিষয়ক কমকর্তা
রোকসানা বেগমের অফিস কক্ষটি ৬ইং সেপ্টেম্বর সকালে সট সার্কিট এর কারনে আগুন লাগে।মহিলা বিষয়ক কমকর্তার অফিসে আগুন লাগার কারন জানতে সরেজমিনে গেলে,অফিসের কমকর্তাকে পাওয়া যায় নি।আশেপাশের লোকজনের তথ্য অনুযায়ী জানা যায়,সকালে ওই ঘর থেকে ধোঁয়া বেরুচ্ছে। তখন তালা ভেংগে লোকজন টিডিসির পুকুর থেকে পানি দিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করে ফেলেন। কিছু আসবাবপত্র, বিদ্যুৎ বোর্ড টি পুড়ে ছাই হয়ে যায়।শিবপুর ফায়ার ব্রিগেড এর গাড়ি আসার আগেই আগুন নিয়ন্ত্রণ করা হয়।