নিজস্ব সংবাদদাতা:
আজ শুক্রবার নরসিংদীর শিবপুর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরউদ্দীন মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত।সভায় বক্তব্য রাখেন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী।
প্রধান অতিথির বক্তৃতায় ইউএনও জিনিয়া জিন্নাত বলেন —-২০২৩ সালের এস এস সী পরিক্ষায় যারা অংশ করবে তাদের কে অবশ্যই টেস্ট পরিক্ষায় পাশ করতে হবে।পাশ ব্যতিত কাউতে পরিক্ষায় অংশ গ্রহন করতে দেয়া হবে না।আমরা চাই এই বিদ্যালয় থেকে শতভাগ শিক্ষার্থী পাশ করুক।আর সেই বিষয়টিকে মাথায় রেখেই আজকের এই মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে।শিক্ষার্থীরা কিভাবে ভালো ফলাফল করতে পারবে সেই বিষয় নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা বত্তব্য রাখেন তিনি।