নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সন্ত্রাস,নৈরাজ্য,জঙ্গিবাদের বিরুদ্ধে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১০ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়ককের ইটাখোলা গোলচত্বরে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়।এতে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহসীন নাজিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুল আলম ভুইঁয়া রাখিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা কাজি মোহাম্মদ আলী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান,শিবপুরের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান,আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সদস্য সৈয়দ ফজলুর রহমান,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী,পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান প্রমূখ।এসময় জেলা, উপজেলা,পৌরসভা,ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,তারেক রহমান লন্ডনে বসে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যূত করার যে দিবা স্বপ্ন দেখছে তা কখনোই পূরণ হবেনা।প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যে উন্নয়ন করেছেন তা জনগণ কখনো ভুলবেনা।বিএনপি সন্ত্রাস,নৈরাজ্য ও জঙ্গিবাদ সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিতে চাইছে।তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ শক্ত অবস্থানে রয়েছে।