• বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন

শিবপুরে ২ লাখ ৩ হাজার ৭ শত ৫৬ জন ভোটার পাবে স্মার্ট জাতীয় পরিচয় পত্র

admin / ৪৭ Time View
Update : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

♦মো: মামুন মিয়া♦

আজ রবিবার (১/১২/২০২৪) নরসিংদীর শিবপুরে শুরু হয়েছে স্মার্ট জাতীয় পরিচিত পত্র ( স্মার্ট কার্ড) বিতরণ কার্যক্রম। গত ২০০৮ থেকে ২০১৮ সালের মধ্যে ( ১০ বছর) যারা ভোটার হয়েছেন কেমল মাত্র তারাই পাবেন স্মাট কার্ড। সেই হিসেবে শিবপুর উপজেলায় ২ লাখ ৩ হাজার ৭ শত ৫৬ জন ভোটার পাবেন স্মাট কার্ড। গত ২০০৮ থেকে ২০১৮ সালের মধ্যে যারা ভোটার হতে পারে নাই এবং যারা ২০১৮ সালের পরে ভোটার হয়েছেন তারা পাবে না স্মাট কার্ড।

উপজেলা নির্বাচন অফিসের প্রকাশিত তালিকা অনুযায়ী সর্বশেষ ভোটার তালিকা মতে নয়টি ইউনিয়ন নিয়ে গঠিত শিবপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা প্রায় আড়াই লাখেরও বেশি। এর মধ্যে যারা ২০০৮ থেকে ২০১৮ সালের মধ্যে ভোটার হয়েছেন শুধু মাত্র তারাই পাবেন স্মাট কার্ড। নয়টি ইউনিয়নের মধ্যে চক্রধায় ২৬০০১ জন, মাছিমপুরে ২৪১২৪ জন, দুলালপুরে ২৩১৭৪ জন, সাধারচরে ১৬৭৪৩ জন, পুটিয়ায় ৩৩১২৯ জন, আয়ুবপুরে ২০০৩০ জন, যশোর ১৯১৯৩ জন, জয়নগর ২১৬২৭জন, বাঘাব ১৯৭৩৫ জন ভোটার পাবেন স্মাট কার্ড। বিনামূল্যে পাওয়া যাবে এই স্মার্ট কার্ড। আগামী ৮ই ফেব্রুয়ারী ২০২৫ ইং পর্যন্ত চলবে স্মাট কার্ড বিতরণ কার্যক্রম।

উপজেলা প্রশাসন, উপজেলা নির্বাচন অফিস ও শিবপুর মডেল থানার সার্বিক সহযোগিতায় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম চলবে।

উল্লেখ্য যে, গত চারদলীয় জোট সরকারের সাবেক স্হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মরহুম আবদুল মান্নান ভুঁইয়া শিবপুর পৌরসভা ঘোষণা করলেও মামলা জটিলতার কারণে এখনো পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসে শিবপুর পৌরসভার নামে কোন কাগজপত্র আসে নাই বাংলাদেশ নির্বাচন কার্যালয় থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category