আ.লীগের ফজলে রাব্বী খান, জাতীয় পার্টির এ এস এম জাহাঙ্গীর পাঠার, জাকের পার্টির আলম খান, তৃণমূল বিএনপির সুশান্ত চন্দ্র বর্মণ শিবপুর আসন থেকে নির্বাচন করার জন্য দলীয় মনোনয়ন পেয়েছেন.
আলো রিপোর্ট:::
আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদের নরসিংদীর শিবপুর আসনে নির্বাচন করার জন্য দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিভিন্ন রাজনৈতিক দল।দল গুলির মধ্যে রয়েছে বাংলাদেশ আওয়ামীলীগ, জাতীয় পার্টি, জাকের পার্টি ও তৃণমূল বিএনপি।২০১৪ সালের মত এবারও জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করবে না বাংলাদেশ জাতীয়তাবী দল ( বিএনপি) সহ প্রায় বিশটি দল। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা অনুযায়ী ৩০ নভেম্বর মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন।মূলত সেই জন্যই বিভিন্ন রাজনৈতিক দল দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে। আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহযোগী ও শিবপুর আসনের সাবেক সংসদ সদস্য রবিউল আউয়াল খাঁন (কিরন) ছেলে উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক ফজলে রাব্বী খান (নৌকা). উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ এস এম জাহাঙ্গীর পাঠান ( লাঙ্গল),জাকের পার্টি যুব ফ্রন্টের জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আলম খান ( গোলাপ ফুল), তৃণমূল বিএনপির সুশান্ত চন্দ্র বর্মন।