আবুনাঈম রিপন,স্টাফ রিপোর্টার:::
নরসিংদীর শিবপুর উপজেলার দুলাল পুর ইউনিয়ন এর দরগাবনদ গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত ইউসুফ আলী ভূইয়ার স্ত্রী শিরিয়া বেগম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। তিনি বর্তমানে শিবপুর উপজেলা মহিলা লীগের সহ সভাপতি ও জেলা মহিলা আ.লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও তিনি বাংলাদেশ মহিলা সমবায় সমিতি লিঃ, এর সাধারণ সম্পাদক, বাংলাদেশ মহিলা সমবায় সমিতি সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
শিবপুর আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রার্থী শিরিয়া বেগম শিবপুরের আলো ২৪ ডট কম’কে বলেন — আমি সংসদ নির্বাচনে জন্য দলীয় মনোনয়ন পেলে জনগণের জন্য রাস্তা ঘাট, স্কুল/ কলেজ সহ সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবো। এছাড়াও নারীদের নিয়ে বিশেষ পরিকল্পনা আছে আমার। তিনি শিবপুর বাসির কাছে দোয়া চেয়েছেন।