আলো রিপোর্ট:
নরসিংদী জেলা বিএনপির সদস্য সচীব আলহাজ্ব মনজুর এলাহীকে নরসিংদী ৩ শিবপুর আসনে সংসদ নির্বাচনের জন্য আমৃত্যু পর্যন্ত দলীয় এমপি প্রার্থী হিসেবে মনোনীত করেছে, এমন একটি খবর যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুু’দিন আগে প্রকাশ প্রকাশিত হয়। ফলে এমন একটি ভুয়া সংবাদ প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করেছে স্হানীয় বিএনপি। এটি বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের একটি অংশ। শেখ হাসিনার সরকার পতনের মাধ্যমে নির্দলীয় তত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলন করার চেষ্ঠা করছে বিএনপি।এই রকম পরিস্থিতিতে শিবপুর আসনে আমৃত্যু পর্যন্ত দলীয় প্রার্থী মনোনীত করা কখনোই সম্ভব নয়। রাজনৈতিক মাঠে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করতেই এই খবর প্রকাশ করা হয়েছে বলে মনে করছেন বিএনপির তৃনমূল নেতাকর্মীরা।
এ ব্যাপারে যোগাযোগ করলে শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদার শিবপুরের আলো ২৪ ডট কম’কে বলেন —–এই ভুয়া খবরের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।তবে এই খবরটি যেহেতু ফেসবুকে প্রকাশ হরা হয়েছে সেই জন্য আমরা তেমন গুরুত্ব দিচ্ছি না।বর্তমানে ফেসবুকের আইডির অভাব নেই। কয়দিন পরে পরে ফেসবুক আইডিতে আমার বিরুদ্ধেও অপপ্রচার চালানো হয়। নির্দলীয় তত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলন করছে বিএনপি।কোন দলীয় সরকারের আন্ডারে নির্বাচনে যাবে না বিএনপি। সেই হিসেবে এই রকম কোন সিদ্ধান্ত গ্রহন করেনি দলের হাই কমান্ড।দলীয় ভাবে কোন সিদ্ধান্ত গ্রহণ করে থাকলে দলীয় প্যাডে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হতো। এমন একটি ভুয়া খবরে বিএনপির নেতাকর্মীদের কান না দিতে বলেন তিনি।
এব্যাপারে জানান জন্য জেলা বিএনপির সদস্য সচীব আলহাজ্ব মনজুর এলাহীর সাথে শিবপুরের আলো ২৪ ডট কম এর পক্ষ থেকে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা জরে হয়েছিল।কিন্তু মোবাইল ফোনে হল ডুকলেও তিনি কল রিসিভ করেন নি।
এব্যাপারে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আকরামুল হাসান মিন্টু শিবপুরের আলো ২৪ ডট কম’কে বলেন —– এ রকম একটি ভুয়া খবর কেউ প্রকাশ করে। বিএনপি এখন তত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য রাজপথে আন্দোলন করছে।নির্দলীয় সরকার ছাড়া বিএনপি নির্বাচনে অংশ গ্রহণ করবে না। সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী মনোনীত করবে মনোনয়ন বোর্ড। এখন নির্বাচনেই কোন খবর নেই। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে কথা বলেছি।কিন্তু দলীয় মনোনয়নের ব্যাপারে কোন আলোচনা হয়নি। তিনি আরোও বলেন — ঢাকার ১৭ আসনে গতকালের নির্বাচনে হিরো আলম কে কি অবস্থা করেছে সরকারী দলের লোকের।আর দলীয় সরকারের আন্ডারে বিএনপি অংশ গ্রহণ করলে নেতাকর্মীদের কি অবস্থা। বিএনপির এক যুগের মহাসচিব মান্নান ভুইয়াও জীবনের শেষ নির্বাচন স্বতন্ত্র হিসেবে করেছেন। মনজুর এলাহী আজকে আছেন, কাল কে নাও থাকতে পারেন।একটি কাল্পনিক খবর প্রকাশ করে দলের মধ্যে বিবেদ সৃষ্টি করতে চায় কেই কেই।
।