মো: ইসমাইল খান, রাজনৈতিক প্রতিবেদক:
সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ( PR) নির্বাচন পদ্ধতির প্রবর্তন ও জাতীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে আগামী কাল শনিবার দুপুর আড়াইটায় শিবপুর কলেজ গেইডে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর তৃণমূল প্রতিনিধিত্ব সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুর রহিম মীরের সভাপতিত্বে অনুষ্ঠিতত্ব তৃণমূল প্রতিনিধিত্ব সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, প্রধান বক্তা হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন ও বিশেষ অতিথি হিসেবে হযরত মাওলানা ওয়ায়েজ হোসেন ভূইয়া ও আলহাজ্ব আশরাফ হোসেন ভূঁইয়া উপস্থিত থাকবেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা আব্দুর রহিম মীর শিবপুরের আলো ২৪ ডট কম’কে জানান, সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ট হবে না। যা আমারা ইতিমধ্যে শেষ হওয়া স্হানীয় নির্বাচনে তার বাস্তব প্রমাণ দেখেছি। তাই জাতীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আগামীকালের সম্মেলন সফল করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছি। প্রশাসনের সহযোগিতা ও সর্বস্তরের জনগণের উপস্থিতির মাধ্যমে আগামীকালের সম্মেলন সফল করতে পারবো বলে আমরা আশাবাদী।
উপজেলা শাখার উদ্যােগে অনুষ্ঠিতত্ব
সম্মেলনে বক্তব্য রাখবেন সংগঠনের নরসিংদী জেলা, শিবপুর উপজেলা সহ ইউনিয়ন শাখার বিভিন্ন নেতৃবৃন্দ।