♦আলো রিপোর্ট♦
আজ বুধবার (১৯ মার্চ) নরসিংদীর শিবপুর উপজেলা ইমাম পরিষদের ২৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ভোটের মাধ্যমে আগামী দুই বছরের জন্য সভাপতি পদে হাফেজ মোখতার হোসেন ও সাধারণ সম্পাদক পদে মাওলানা ইউসুফ বিন এনাম শিবপুরী নির্বাচিত হয়েছেন।২৫ সদস্য বিশিষ্ট কমিটি হলেও সকল সদস্যদের নাম ঘোষণা করা হয়নি।
কলেজ গেইড জামে মসজিদে উপজেলার নয়টি ইউনিয়ন ও শিবপুর পৌরসভার সকল মসজিদ থেকে আসা ইমামরা ভোটার হিসেবে লিখিত ভোট প্রদানের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করেছেন। নতুন কমিটির প্রকাশ করা নামের তালিকায় যারা রয়েছেন তারা হলেন : সিনিয়র সহ-সভাপতি মুফতি শেখ আব্দুল কাইয়ুম, সহ-সভাপতি মাওলানা আলতাফ হোসাইন, সহ-সম্পাদক মাওলানা আনোয়ার মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম মাহমুদী, সহ – সাংগঠনিক সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম মোল্লা।
উপজেলা ইমাম পরিষদের নতুন কমিটির সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ বিন এনাম শিবপুরী শিবপুরের আলো ২৪ ডট কম’কে বলেন — আগামী দুই বছরের জন্য ভোটের মাধ্যমে ইমাম পরিষদের ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।তবে কমিটি ২৫ সদস্য বিশিষ্ট হলেও কমিটির সকল সদস্যদের নাম আজকে ঘোষণা করি নাই। আগামী শনিবার উপজেলা ইমাম পরিষদের নতুন কমিটির সকল সদস্যদের নাম প্রকাশ করা হবে।