মো: আসাদুজ্জামান আসাদ:
ঢাকাস্থ নরসিংদী জেলার শিবপুর উপজেলা কল্যান সমিতির ২৭তম বার্ষিক সাধারণ সভা ১৪ জানুয়ারী/২০২৩ খ্রিঃ শনিবার অনুষ্ঠিত হয়েছে। ঢাকা সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচিকাঁচা মেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবিএম মতিউর রহমান কাবিল।সভায় আর্থিক প্রতিবেদন পেশ করেন কোষাধ্যক্ষ হেমায়েত হোসেন। সভা পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান খান। সভার প্রথম পর্বের আলোচনা শেষে শিবপুর উপজেলার সাধারচর গ্রামের কৃতি সন্তান সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামান ভুঁইয়াকে সভাপতি এবং শিবপুর উপজেলার মানিকদী গ্রামের কৃতি সন্তান,টাঙ্গাইল জেলা রেজিস্ট্রার মোঃ মাহফুজুর রহমান খান রিপনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৮ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। সভায় সহসভাপতি নির্বাচিত হয়েছেন সাদেকুর রহমান, মোঃ হারিসুল হক, আঃ বাছেদ, ডাঃ বজলুল গনি, এডভোকেট মোস্তফা কামাল।সভায় নরসিংদী- ৩, শিবপুর আসনের সাবেক সংসদ আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লাসহ ঢাকা ও নারায়ণগঞ্জে বসবাসরত বিভিন্ন শ্রেনী পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।