• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন

শিবপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে

admin / ১৭০ Time View
Update : সোমবার, ২০ মে, ২০২৪

আলো রিপোর্ট:::

নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের নির্বাচন আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে। গত ১৩ তারিখে প্রতীক বরাদ্দের পরপরই শুরু হয় প্রচারণা। নির্বাচনকে সামনে রেখে বর্তমানে
প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচন যত ঘনিয়ে আসছে সরগরম হয়ে উঠছে ভোটের মাঠ।

প্রার্থীদের রঙিন পোস্টারে ছেয়ে গেছে শহর গ্রামের হাট-বাজার, অলিগলিসহ বিভিন্ন এলাকা। প্রার্থী ও তাদের সমর্থকদের গণসংযোগসহ উঠান বৈঠক ও পথসভা চলছে প্রতিদিন। আবার গানে গানে ভোট চাওয়া হচ্ছে মাইকের মাধ্যমে। জমজমাট হয়ে উঠেছে নির্বাচনের প্রচারণা।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। পরে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল এবং বিএনপি নেতা তোফাজ্জল হোসেন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

চেয়ারম্যান প্রার্থীরা হলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ফেরদৌসী ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান এ কে ফজলুল হক সোনা মিয়া,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আ.লীগেরই দুজন।

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন — নাছিমা সুলতানা, মাহমুদা আক্তার শারমীন, মাহিয়া মনি, সালমা বেগম।

পুরুষ ভাইসচেয়ারম্যান প্রার্থীরা হলেন– মো. নজরুল ইসলাম ভুইয়া কায়েস মাষ্টার, ইফতেখার উদ্দিন খান নিপুন, মোশাররফ হোসেন ভুইয়া, আ. কাদির মিয়া মিষ্টার, এম এ ওহাব ভুইয়া, মো. কাজল খান, মো. মুনজুর আলম খান, রফিকুল ইসলাম মিষ্টু, লিমন ভুইয়া।

তবে ভোটাররা বলছেন— সৎ, যোগ্য, পরোপকারী ও বিপদে যাকে কাছে পাবেন এমন প্রার্থীকেই বিজয়ী করবেন তারা। যে প্রার্থী উন্নয়ন করতে পারবে তাকেই চান সাধারণ ভোটাররা। তাই নির্বাচন যত ঘনিয়ে আসছে আলোচনা তত বাড়ছে, কে হবেন আগামী পাঁচ বছরের জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান।

চেয়ারম্যান পদপ্রার্থী দোয়াত কলম প্রতীকের আলহাজ্ব আরিফ উল ইসলাম মৃধা বলেন —– আমি ৫ বছর উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। নিজের সর্বোচ্চটা দিয়ে মানুষের সেবা করার চেষ্টা করেছি। তাই আমি আশাবাদী জনগণ আমাকে চেয়ারম্যান পদে বিজয়ী করবে। নির্বাচিত হলে আধুনিক, উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট উপজেলা পরিষদ গঠনে কাজ করব। অন্য প্রার্থীরাও তাদের নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category