নিজস্ব সংবাদদাতা:
গত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে সৃষ্ট বিরোধ কিছুটা হলেও কমতে শুরু করেছে নরসিংদীর শিবপুর উপজেলা বিএনপিতে।ফলে স্হানীয় নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে উদ্দীপনা।
জানাগেছে ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে শিবপুর আসন থেকে ধানের শীষের দলীয় মনোনয় প্রত্যাশী ছিলেন কয়েকজন প্রভাবশালী নেতা।এদের মধ্যে ছিল নরসিংদী জেলা বিএনপির সদস্য সচীব আলহাজ্ব মন্জুর এলাহী, জেলা বিএনপির সাবেক সা্ধারণ সম্পাদক আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার ও শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হারিস রিকাবদার কালা মিয়া।কিন্তু বিএনপির হাইকমান্ড শিবপুর আসন থেকে নির্বাচন করার জন্য ধানের শীষ প্রতীকের দলীয় মনোনয়ন দেয় মন্জুর এলাহী কে।ফলে নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয় বিরোধ।একপর্যায়ে তাদের মধ্যে কথাবার্তা সহ সকল প্রকার যোগাযোগ বন্ধ হয়ে যা্য়।গত বছর উপজেলা যুবদলের আহবায়ক নুরে আলম মোল্লার মৃত্যুর পর তাদের মধ্যে বিরোধ কমতে শুরু করে।তবে এখনো তাদের মধ্যে বিরোধ রয়েছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে কয়েকজন বিএনপির নেতাকর্মী শিবপুরের আলো ২৪ ডট কম কে বলেন—শিবপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে কোন্দল এখনো বিরাজমান রয়েছে।তবে আগের চেয়ে অনেক কম।তাই আমরা আশা করি নেতাকর্মীদের মধ্যে সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে একত্রিত ভাবে রাজপথে আন্দোলন করে স্বৈরাচার সরকারের পতন ঘটানোর চেষ্টা করবে।