আলোচনা সভায় বক্তব্য রাখছেন সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা.
আবুনাঈমরিপন, স্টাফ রিপোর্টার:
নরসিংদীর শিবপুর উপজেলা মহিলা আওয়ামীলীগের উদ্যােগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলার ডাকবাংলো রোডে মহিলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য ফেরদৌসী ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহসিন নাজির, সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুইয়া রাখিল, সাংগঠনিক সম্পাদক প্রফেসর আব্দুল খালেক, বিপ্লব চক্রবর্তী। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুমি সরকার ফাতেমা, সাধারণ সম্পাদক ইয়াসমিন সুলতানা। উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসিমা সুলতানা।
সভা সঞ্চালনা ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা।