আলো রিপোর্ট:
আজ ৯ জুলাই শিবপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি দায়িত্ব গ্রহণ করেছেন।তারা আগামী তিন মাস ক্লাবের কার্যনির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন। এই সময়ের মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচনে বিজয়ী নির্বাহী কমিটির নিকট দায়িত্ব বুঝিয়ে দিবেন তারা। এসময় ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। আহবায়ক কমিটির বাকি দুই সদস্য হলেন আনোয়ার হোসেন স্বপন ও এসএম আরিফুল হাসান।
গত ৪ জুলাই আগের কমিটির মেয়াদ শেষ হয়ে যায়। সেই কারণে কার্যনির্বাহী কমিটি ভেঙ্গে দিয়ে তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা। নির্বাচনের মাধ্যমে কামাল প্রধান ১৬ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী প্রার্থী পান ৯ ভোট। দুই ভোট বাতিল হয়ে যায়। আরেক ভোটার ছিলেন অনুপস্থিত। মোট ভোটার সংখ্যা ছিল ২৮ জন।
শিবপুর প্রেসক্লাবের আহবায়ক কামাল প্রধান শিবপুরের আলো ২৪ ডট কম কে বলেন —- আমাকে যারা ভোট দিয়ে আহবায়ক নির্বাচিত করেছে তারা সহ ক্লাবের সকল সদস্যদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সব কিছু ঠিক থাকলে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে নতুন কমিটির নিকট দায়িত্ব বুঝিয়ে দিবো আমরা।