প্রেসক্লাবের বর্তমান কার্যনির্বাহী কমিটি.
আলো রিপোর্ট:
আগামী মঙ্গলবার (৪ জুলাই) শেষ হচ্ছে নরসিংদী শিবপুর প্রেসক্লাবের নিবাহী কমিটির বর্ধিত মেয়াদ। গত ৪ জুলাই মেয়াদ শেষ হলেও ক্লাবের চলমান কিছু কাজ শেষ না হওয়া সাধারণ সভা ডেকে এক মাসের মেয়াদ বাড়ানো হয় কার্যনির্বাহী কমিটির।২০২১ সালের ৪ জুন এসএম খোরশেদ আলম সভাপতি ও আরিফুল হাসান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১১ সদস্য বিশিষ্ট্য কমিটির বাকি সদস্যরা হলেন সহ-সভাপতি পদে সোহেল মিয়া সহ-সাধারণ সম্পাদক পদে মোমেন খান, কোষাধ্যক্ষ আজমল হোসেন ভূইয়া, ক্রীড়া সম্পাদক ইলিয়াছ হায়দার, প্রচার সম্পাদক মাহবুব খান, দপ্তর সম্পাদক রাসেল মিয়া, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এনামুল হক শাহীন, নির্বাহী সদস্য হাবিবুর রহমান ও ডালিম খান।
শিবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যায়যায়দিন এর শিবপুর প্রতিনিধি আরিফুল হাসান শিবপুরের আলো ২৪ ডট কম’কে বলেন — ৪ জুলাই আমাদের কার্যনির্বাহী কমিটির বর্ধিত মেয়াদ শেষ হবে। ঐদিন ক্লাবের সাধারণ সভা ডাকা হয়েছে।সভায় তিন মাসের জন্য আহবায়ক কমিটি গঠন করা হবে। আহবায়ক কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দিব। আহবায়ক কমিটির মেয়াদ থাকবে তিন মাস।
আহবায়ক কমিটি নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব বুঝিয়ে দিবেন।
তিনি আরোও বলেন, ক্লাবের উন্নয়নের জন্য আমাদের পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করা হয়েছে। সাংবাদিকরা বসার জন্য চেয়ার- টেবিল, রুম, কমপিউটার সহ আরো অনেক কিছুর ব্যবস্থা করেছি আমরা।