• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ন

সংগঠন সংবাদ:: নরসিংদীতে পরিশীলন সাহিত্য-সংস্কৃতি পরিষদের সভা অনুষ্ঠিত

admin / ৪৪৯ Time View
Update : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

 

বেলাল আহমদ:

প্রতিকূল আবহাওয়ার মাঝেও গতকাল শনিবার( ২৯/৪/২০২৪) সন্ধ্যা ৭ টায় পরিশীলন সাহিত্য-সংস্কৃতি পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হৃযেছে।

পরিশীলন সাহিত্য – সংস্কৃতি পরিষদ নরসিংদী জেলা শাখার উদ্দ্যােগে স্থানীয় গ্র্যান্ড রেস্টুরেন্টে আয়োজিত বিশেষ সভায় প্রফেসর কালাম মাহমুদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন– সাবেক উপপরিচালক কৃষিবিদ মো. আবদুস সালাম, অধ্যাপক শেখ সাদী, অধ্যাপক ড. মোহাম্মদ সোহ্ রাওয়ার্দী, অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, ড. শেখ আবুল হোসেন হানিফ, এ্যাড. খন্দকার হালিম, প্রভাষক বেলাল আহমদ প্রমুখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন–প্রভাষক গোষ্ঠলাল দাস, কবি মাহমুদা আঞ্জুমান, সঙ্গীতসাধক আবুল হাসান খোকন, শিল্পী পার্বতী দাস প্রমুখ।

সভায় আগামীদিনের কর্মসূচি কী হবে তার একটি সম্ভাব্য রূপরেখা প্রণয়ন করা হয়। সভায় পশ্চিমবঙ্গের কলকাতার সঙ্গে একটি সাংস্কৃতিক যোগাযোগ স্থাপনসহ শিল্পীদের আদান-প্রদানের ব্যবস্থা গ্রহণ করার জন্য সভাপতিকে অনুরোধ করা হয়। পশ্চিমবঙ্গের শৈশব প্রকাশন এবং সরকারি ও বেসরকারি পর্যায়ের গুণিসমাজ বাংলাদেশের লেখক-গবেষক প্রফেসর কালাম মাহমুদকে আনুষ্ঠানিকভাবে সাহিত্যিক দিলীপকুমার রায় স্মৃতি সম্মাননা প্রদান করায় এই সভা সর্বসম্মতভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে।

আগামী একুশের বইমেলায় কলকাতার শিল্পীদের বাংলাদেশে ভ্রমণের আমন্ত্রণ জানানোর প্রস্তাব গৃহীত হয়। সাহিত্য-সংস্কৃতির চর্চায় নিয়মিত প্রশিক্ষণ প্রদানের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং স্থানীয় নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে প্রশিক্ষণ কর্মশালা শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভাপতির নির্দেশনামূলক বক্তব্যের মধ্য দিয়ে সভার কাজ সমাপ্ত হয়।

অনুষ্ঠানটি সফলভাবে উপস্থাপন করেন উপস্থাপন সম্পাদক আবৃত্তিকার আলতাফ রাণা।সভাশেষে চা-চক্র ও ফটোসেশনে অংশ নেয় প্রিয় সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category