• মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৩০ পূর্বাহ্ন

সংবাদদাতা থেকে সম্পাদক ও প্রকাশক নূরুল ইসলাম নুরচান

admin / ৪৭৪ Time View
Update : রবিবার, ১৪ মে, ২০২৩

আলো রিপোর্ট:

মরহুম হাবিবুল্লাহ বাহারের সম্পাদনায় নরসিংদী থেকে প্রকাশিত সাপ্তাহিক নরসিংদীর খবর পত্রিকায় ১৯৯১সালে শিবপুর সংবাদদাতা হিসেবে নিয়োগ পেয়েছিলেন নূরুল ইসলাম নুরচান (৫৬)। এর মধ্য দিয়ে সাংবাদিকতার জগতে পা রাখেন তিনি ।দীর্ঘ সময় সাংবাদিকতা পেশায় কাজ করে তিনি একটি অনলাইন নিউজ পোর্টাল পএিকায় সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।পএিকাটির নাম জাগোনরসিংদী ২৪ ডট কম।তিনি সাপ্তাহিক সহ বিভিন্ন জাতীয় দৈনিকে শিবপুর সংবাদদাতা বা প্রতিনিধি হিসেবে কাজ করেছিলেন। এছাড়াও তিনি সাপ্তাহিক নরসিংদী খবরে দীর্ঘ ১৫ বাছর যাবত স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।ওনার অনেক প্রতিবেদন এই খবর পএিকায় প্রধান লীড প্রতিবেদন হিসেবে জায়গা দখল করে নিতে সক্ষম হয়েছেন।তিনি শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের পেতিপলাশি গ্রামে জম্ম গ্রহণ করেন।

সাংবাদিকতার পাশাপাশি তিনি বই লেখার কাজও চালিয়ে গেছেন।নূরুল ইসলাম নুরচানের ১টি সম্পাদনা ও ৩টি বই রচনা করেছেন।বই গুলি হলোঃএরই নাম জীবন,চেনা পৃথিবী অচেনা মানুষ,বাইশে মাঘ,চাই শুধু ভালোবাসা নামে কয়েকটি বই প্রকাশিত হয়েছে।
২০১০ সালে বাংলাদেশ কবি সংসদ ঢাকার উদ্যেগে বাইশে মাঘ গ্রন্থের জন্য কবি খান মুহাম্মদ মইনুদ্দীন সাহিত্য পুরস্কার পেয়েছিলেন তিনি।
২০০৫ সালে প্রতিষ্ঠিত শিবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে ও দায়িত্ব পালন করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category