• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন

সাংবাদিক আলম খান পেলেন গোলাপ ফুল মার্কার মনোনয়ন

admin / ২৯৮ Time View
Update : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

নরসিংদী শিবপুর আসনে জাকের পার্টির মনোনীত এমপি প্রার্থী সাংবাদিক আলম খান. ছবি :- শিবপুরের আলো

মাহবুব খান, বার্তা সম্পাদক :::

নরসিংদী-৩ শিবপুর থেকে জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকে মনোনয়ন পেয়েছেন সাংবাদিক আলম খান।

শনিবার (২৫ নভেম্বর) বিকেলে নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন জাকের পার্টি মনোনীত এমপি প্রার্থী আলম খান।আলম খান জেলা যুব ফ্রন্টের সিনিয়র সহ-সভাপতি ও শিবপুর প্রেস ক্লাবের সাবেক আহবায়ক।

এদিন সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ শিবপুর আসন থেকে অংশ নেওয়ার জন্য তার হাতে মনোনয়নপত্র তুলে দেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার।

এ বিষয়ে জাকের পার্টির মনোনীত প্রার্থী আলম খান বলেন, শিবপুর উপজেলায় উন্নয়নের অনেক ঘাটতি রয়েছে। যারাই এ আসন থেকে নির্বাচিত হয়েছিল তারা সবাই নিজেদের আখের গুছিয়েছে। তাই পরিবর্তনের আশায় নির্বাচনে অংশগ্রহণের জন্য জাকের পার্টি থেকে মনোনীত হয়েছি। নির্বাচিত হতে পারলে শিবপুর তথা নরসিংদীবাসীর প্রাণের দাবি একটি বিশ্ববিদ্যালয় ও একটি মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠায় কাজ করবো।

তিনি আরও বলেন, অঢেল টাকা নয়, জনগণের দ্বারে দ্বারে গোলাপের সুরভি ছড়িয়ে দেবো। এভাবেই আমরা সকলকে উজ্জীবিত করবো পরিবর্তনের পথে। বিজয় হবে ইনশাআল্লাহ।

নরসিংদী-৩ আসনটি শিবপুর উপজেলার একটি পৌরসভা ও ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে ভোটার রয়েছেন ২ লাখ ২৪ হাজার ৫৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮৭ ও নারী ভোটার ১ লাখ ১২ হাজার ৪৩২জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category