প্রবীণ সাংবাদিক ও শিবপুর প্রেসক্লাবের বর্তমান সভাপতি এস এম খোরশেদ আলম সড়ক দুর্ঘটনা আহত হয়েছেন।গতকাল রবিবার (২/১০/২০২২) রাতে শিবপুর থেকে বাড়ী যাওয়ার পথে কুতুবের টেক নামক নামক স্হানে এ দুর্ঘটনা ঘটে।খোরশেদ আলম মোটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি কুকুর দৌড়ে এসে মোটরসাইকেলের চাকার সাথা ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে।এতে খোরশেদ আলমের একটি পা মারাত্মক ভাবে জখম হওয়ায় ডাক্তার তাকে কয়েকদিন রেস্টে থাকার জন্য পরামর্শ দিয়েছেন।