• মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন

সাংবাদিক নূরুল ইসলাম নূরচান ও তাঁর সাহিত্যকর্ম

admin / ৩৯৪ Time View
Update : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

নূরুল ইসলাম নূরচান একজন প্রবীণ সাংবাদিক। সাংবাদিকতার পাশাপাশি বাংলা সাহিত্যের একজন নিবেদিত কর্মীও সে। অনেক আগে থেকে লেখালেখি শুরু করলেও ১৯৯৭ সালের ২১ শে বইমেলায় ‘এরই নাম জীবন’ উপন্যাস প্রকাশের মাধ্যমে লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।

সর্বশেষ ২০২৪ সালের ২১শে বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে তার কাব্যগ্রন্থ ‘অবশেষে।’ নূরুল ইসলাম নূরচান-এর গল্প, উপন্যাস ও কবিতায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের যাপিত জীবনের চিত্র সুন্দরভাবে ফুটে উঠেছে। রয়েছে পাওয়া না পাওয়ার বেদনা বিধুর চিত্র। আছে স্বাধীনতা ও দেশ মাতৃকার কথা। আর এ জন্যই ইতিমধ্যে সে একজন পাঠকপ্রিয় লেখক হিসেবে পরিচিতি লাভ করেছেন।

নূরুল ইসলাম নূরচান- এর প্রকাশিত গ্রন্থ সংখ্যা পাঁচটি। এগুলো হলো, ‘এরই নাম জীবন (উপন্যাস),  চেনা পৃথিবী অচেনা মানুষ (উপন্যাস) বাইশে মাঘ (নির্বাচিত গল্পগ্রন্থ), চাই শুধু ভালোবাসা (গল্প কবিতা সংকলন) এবং ‘অবশেষে’ (কাব্যগ্রন্থ)।

নূরুল ইসলাম নূরচান   ‘জাগো নরসিংদী’ টুয়েন্টিফোর ডটকম ও ডেইলি ৭১ ডটকম এবং ‘সময়ের খেয়া’ নামে একটি মাসিক সাহিত্য পত্রিকা সম্পাদনা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category