• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন

সাংবাদিক নূরুল ইসলাম নূরচান’র সম্পাদনায় আত্নপ্রকাশ হলো সাহিত্য পত্রিকা ‘সময়ের খেয়া’

admin / ৪০০ Time View
Update : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

 

প্রবীণ সাংবাদিক নূরুল ইসলাম নূরচান’র সম্পাদনায় নরসিংদীতে এই প্রথম  আত্মপ্রকাশ হলো জাতীয় সাহিত্য পত্রিকা ‘সময়ের খেয়া।’ এটি মূলত সাহিত্য বিষয়ক ছোট কাগজ। পত্রিকাটি প্রতি মাসেই প্রকাশ করার উদ্যোগ নিয়েছেন কর্তৃপক্ষ। ইতিমধ্যে অক্টোবর ২০২৩ সংখ্যা প্রকাশিত হয়েছে।

পত্রিকাটির উপদেষ্টা সম্পাদক হিসেবে আছেন কবি ও সাবেক উপজেলা শিক্ষা অফিসার নূরুদ্দীন দরজী। এটি সম্পাদনা করছেন কবি, সাহিত্যিক ও সাংবাদিক নূরুল ইসলাম নূরচান। পত্রিকাটির সহ-সম্পাদক কবি আসাদ সরকার, ব্যবস্থাপনা সম্পাদক হাবিবুর রহমান এবং নির্বাহী সম্পাদক রবিউল হাসান।

প্রথম সংখ্যায় যাঁদের লেখা স্থান পেয়েছে তারা হলেন, নূরুদ্দীন দরজী, ড. এস এম শাহনূর, শুক্কর আলী খোরাসানী, আব্দুল্লাহ আল মামুন রিটন, মাহমুদা আঞ্জুমান
সাঈদা আজিজ চৌধুরী, নান্টু বড়ুয়া, মিলন বাশার
ডা. মো. কামরুল হক, মোঃ শাহজালাল মিয়া
মঈনুর আহমে, ফেরদৌসী খানম রীনা, কবিমন কাউসার,
হাজী আবু কাউসার, মোখলেছুর রহমান, মোঃ মিজানুর রহমান, মোঃ মনিরুজ্জামান মোল্লা, আনোয়ার হোসেন,
আবু নাঈম রিপন, এ আর আতিক, নাসিম আজাদ,
মোঃ সাইদুর রহমান খান,আরজাত হোসেন, রুমী খান,
আবু সাঈদ আশিক, সাবিনা সিদ্দিকী শিবা, মোঃ শাহাদাত হোসেন, রৌনকা আফরুজ সরকার, মোহাম্মদ আরিফুল্লাহ ভূঁইয়া,মহিউদ্দিন আহমেদ, আর, কে, পরশ, সারোয়ার আলম, আবু তাহের মৃধা, হানিফ রাজা, এস এম শামীম,
মুহাম্মদ আনোয়ার হোসাইন, শবনম শিউলী, আসাদ সরকার, সীমা দেবনাথ, হাবিবুর রহমান মাস্টার, রবিউল হাসান, মারজিয়া পপি এবং নূরুল ইসলাম নূরচান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category