আরিফ উল ইসলাম মৃধা.
আলো রিপোট:
নরসিংদীর শিবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আরিফ উল ইসলাম মৃধার ৫৯ তম জন্ম বার্ষিকী আজ। তিনি ১৯৬৪ সালের ৯ মে উপজেলার চক্রধা ইউনিয়নের পুবেরগাঁও গ্রামে জন্ম গ্রহণ করেছিলেন। ছাত্র জীবনে জাতীয় পার্টির অঙ্গ সংগঠন সংগ্রামী ছাত্র সমাজে যোগ দিয়ে রাজনীতিতে পা রেখেছিলেন তিনি।১৯৮৭ সালে শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজে ছাত্র সংসদ নির্বাচনে সংগ্রামী ছাত্র সমাজের প্যানেল থেকে তিনি নির্বাচনে অংশ গ্রহণ করে ছিলেন।
বিএনপির সাবেক মহাসচীব মরহুম আব্দুল মান্নার ভূঁইয়ার সাথে আত্বীয়তার সর্ম্পক থাকায় তিনি জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগ দেন। তারপর তিনি উপজেলা বিএনপির সদস্য সচীব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বিগত চারদলীয় জোট সরকারের সাবেক স্হানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মরহুম আব্দুল মান্নান ভূঁইয়ার অনুসারী হওয়ার অপরাধে দলীয় পদ ও সাধারণ সদস্য থেকে তাকে বহিষ্কার করে বিএনপি। ২০১৪ সালের উপজেলা নির্বাচনে আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করে বিপুল ভোটি বিজয়ী হোন তিনি। ২০১৯ সালের উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করে আ.লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব হারুন অর রশীদ খাঁনের নিকট পরাজিত হোন তিনি। এর আগে চক্রধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে প্রায় ১৭ বছর দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তিনি আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচীব হিসেবে দায়িত্ব পালন করছেন।