প্রবীণ রাজনৈতিক নেতা ও সাংবাদিক কামাল হায়দার.
আলম খান:
নরসিংদী ৩ শিবপুর আসনের সাবেক নির্বাচিত সংসদ সদস্য ও সাংবাদিক কামাল হায়দার স্মৃতি শক্তি হারিয়ে প্রায় মৃত্যু শয্যায়।এর আগে তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্য জনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।সাবেক এই নেতা উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করে । তার পিতার নাম মরহুম ইদ্রিস আলী মাস্টার।
জানাগেছে, কামাল হায়দার’র মতো একজন রাজনৈতিক নেতার জন্ম হয়েছিল সুষ্ঠু ধারার রাজনীতির জন্য। শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে পড়ার সময় ছাত্র ইউনিয়ন রাজনীতির সাথে যুক্ত হয় তিনি। পরবর্তীতে ন্যাপ মোজ্জাফর এর রাজনীতির সাথে জড়িয়ে পড়েন কামাল হায়দার। তিন জোটের রাজনৈতিক লিয়াজো কমিটির অন্যতম সংগঠন ছিলেন তিসি। এরশাদ বিরোধী আন্দোলনে সময় ড:কামাল হোসেন এর বাসা থেকে ৮০ নেতা গ্রেফতার হয়। কাজী জাফর এরশাদ সরকারের মন্ত্রী হওয়ার প্রস্তাব পেয়েও তিনি তা প্রত্যাখান করেন।
শিবপুরে রাজনৈতিক বৈষম্যের কারণে মুক্তিযোদ্ধার নামের তালিকা থেকে কামাল হায়দারের নাম বাতিল করা হয়।
উনি সংসার চালানোর জন্য সাংবাদিকতা পেশায় বেছে নিয়েছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগে অর্নাস ও মাস্টার্স ডিগ্রী অর্জন করেছিলেন। বর্তমান বাংলাদেশের সিনিয়র রাজনীতিবিদ, তোফায়েল আহমেদ ,আমির আমু,রাশেদ খান মেনন উনাদের স্মৃতিচারনে অনেক সময় আলোচনা টেবিলে কামাল হায়দার’র নাম স্থান পায়। বর্তমানে তান ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। ছেলে তানভীর হায়দার পাভেল, সিটি গ্রুপের সিনিয়র ডাইরেক্টর, ছেলের বউ ডাক্তার ও আর্মি মেজর, মেয়ে সুপ্তি হায়দার ব্রিটিশ কাউন্সিলে চাকুরী করেন।
প্রবীণ এই রাজনৈতিক নেতা ও সাংবাদিক কামাল হায়দারের শারীরিক সুস্থতার জন্য তার ছোট ভাই জাকারিয়া হায়দার পিন্টু রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক সহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।