মাহে রমজান
আনোয়ার হোসেন
রমজান মাসতো রহমতের মাস
আমরা সবাই জানি ।
এ মাসের যে কতো ফজিলত
আলেমের মুখে শুনি।
বার মাসের সেরা মাসটি
হাদিশেতে কয়।
কোরআনেতে আছে লেখা
জানিবে নিশ্চয়।
রমজান পেয়ে যেজন মোরা
কদর করলাম না ।
ওদের মতো পুড়া কপাল
আর কেহ না ।
রমজান হলো রোগের শেফা
শরীর ভালো থাকে ।
তাই রমজানকে কদর করতে
উঠে পরে লাগে।
রমজান হলো রহমত বরকত
আর নাজাতের মাস ।
সিয়াম সাধন না করিলে
মোদের জীবন সর্বনাশ।
খোকার নেশা
মনিরবিন মোবারক
খোকার নেশা পাখি পোষা
তাইতো সকাল হলে,
সবার আগে কুসুম বাগে
একা ছুটে চলে।
এমন আশায় ঘুঘুর বাসায়
দুটি ছানা আছে,
খাঁচা ভরতে ছানা ধরতে
দ্রুত ওঠবে গাছে।
ঘুঘু পাখি মেলে আঁখি
দেখে খোকা আসে,
ছোট্ট খোকা নয় সে বোকা
দৃশ্য দেখে হাসে।
চিন্তা করে ঢিলটা ধরে
ঘুঘুর পানে ছুড়ে,
ঘুঘু ডরে চিৎকার করে
চলে গেল উড়ে।
ঘুঘুর ছানা দেখতে কানা
কিচিরমিচির করে,
গাছে চড়ে মুঠোয় করে
খুকু নিলো ধরে ।