শহীদ আসাদ, স্বাধীনতার বীজ
রবিউল হাসান
আসাদের রক্তের সিক্ততায়
ঊনসত্তুরের বিশে জানুয়ারি
পুতিত হলো বাংলার জমিনে
স্বাধীনতার বীজ।।
উদ্দেলিত জনতার অগ্নি চোখ
দ্বিজাতিতত্ত্বের ভিত্তি ভেঙ্গে
স্বপ্ন এঁকে দেয় বাঙালির চোখে।
আসাদের বুকের জমিনে
অঙকুরিত হয় স্বাধীনতার
লকলকে কঁচি চারার।।
স্বপ্ন দেখে বাঙালি
একটি স্বাধীন দেশের —
একটি মহান আকাঙ্ক্ষার।।
জন্ম হয় একাত্তরে
আসাদের রক্ত নদী পেরিয়ে
মহান স্বাধীনতার।