রাব্বি সরকার:
নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদ সরকার বলেছেন, হারুনুর রশিদ খান সাহেব গুলি খাওয়ার পর হাসপাতালে অপারেশন শেষে সিরাজুল ইসলাম মোল্লা সাংবাদিকদের সাথে ব্রিফিং দিয়েছেন। হারুনুর রশিদ খানের অপারেশন সাকসেস, কিন্তু তিনি কখনো দাঁড়াতে পারবেন না। তিনি কীভাবে জানতেন হারুনুর রশিদ খান কখনো দাঁড়াতে পারবে না? আমি বলতে চাই তিনি হারুনুর রশিদ খানের লাশ নিয়ে ব্যবসা শুরু করেছেন।
আজ মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা ৩ টার দিকে কুন্দারপাড়া বালুর মাঠে শোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহিদ সরকার বলেন, সিরাজুল ইসলাম মোল্লা কিছুদিন আগে বক্তব্যে বলেছেন শিবপুরে আরেকটি হত্যাকাণ্ড ঘটতে পারে ওনাকে প্রধান আসামি করার জন্য। আমার প্রশ্ন হলো তিনি কিভাবে জানেন শিবপুরে আরেকটি হত্যাকাণ্ড ঘটবে? আমি বলতে চাই আমার যদি কিছু হয় এর দ্বায় সিরাজুল ইসলাম মোল্লাকেই নিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন, যুক্তরাষ্ট্রের মেট্রো ওয়াশিংটন মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোহসীনা জান্নাত রিমি, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল হক ভুলু মাস্টার, সহ সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন মৃধা আঙ্গুর, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মাছিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফরহাদ আলম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আসাদ, শিবপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মাসুদ পারভেজ, জেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি জোনায়েদ হক জুনু, জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ আমানুল্লাহ আমান, শিবপুর পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক খান, বাঘাব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু সিদ্দিক মাস্টার, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন মাস্টার, প্রমুখ।