নিজস্ব সংবাদদাতা:
জাপা চেয়ারম্যানের পদ সহ কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান বিরোধ নিষ্পতি না হওয়ায় স্হগিত করা হয়েছে শিবপুর উপজেলা জাতীয় পার্টির উপজেলা ‘সম্মেলন ২০২২”।ফলে আগামী উপজেলা সম্মেলন উপলক্ষে উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে যারা এতদিন প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন তারা সহ জাপার তৃনমুল নেতাকর্মীরা দলের এমন সিদ্ধান্তে হতাশ।
জানাগেছে, স্হানীয় পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরোও গতিশীল করতে বাংলাদেশ জাতীয় পার্টি ( জাপা)’র শিবপুর উপজেলা কমিটি বাতিল করে এ এস এম জাহাঙ্গীর পাঠান কে আহবায়ক করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।কিন্তু৪১ সদস্য এই আহবায়ক কমিটিকে সাথে সাথেই অনুমোদন দেয় নি জেলা জাতীয় পার্টি।পরে ২০২২ সালের ১৩ ই আগষ্ট জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক ও সদস্য সচীব হাজী ওমর ফারুক মিয়া শিবপুর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটি অনুমোদন দেন।কিন্তু সাবেক উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাদির কিবরিয়া’কে আহবায়ক কমিটিতে না রাখায় দলের মধ্যে দেখা দেয় কোন্দল। পরে দলীয় কোন্দল সমাধান করতে চলতি বছরের ২৪ সেপ্টেম্বর বানিয়াদী গোল চত্বরের পাশে অবস্হিত জাতীয় পার্টির কার্যালয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।সভায় দলীয় কোন্দল দুর করতে ও উপজেলা সম্মেলন ২০২২ সফল করতে এ এস এম জাহাঙ্গীর পাঠান কে আহবায়ক ও কাদির কিবরিয়াকে সদস্য সচীব করে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।সম্মেলন প্রস্তুতি কমিটির তত্বাবধানে উপজেলার একান্নটি ইউনিট কমিটি গঠন করা হয়েছিল।বাকি ইউনিট কমিটি গুলি গঠন করার সকল প্রকার প্রস্তুতি গ্রহন করা হয়েছিল।কিন্তু জাপা’র কেন্দ্রীয় কমিটি নিয়ে বির্তকিত থাকায় মৌখিক ভাবে উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির কার্যক্রম স্হগিত করা হয়েছে বলে একটি সূত্র জানায়।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে জাতীয় পার্টির কয়েকজন নেতা ও তৃনমুল কর্মী শিবপুরের আলো ২৪ ডট কম’কে বলেন—আমরা আশা করে ছিলাম চলতি বছরে ডিসেম্বর মাসের শেষ নাগাদ সকল ইউনিট কমিটি গঠন করে উপজেলা সম্মেলনের মাধ্যমে শিবপুর উপজেলা জাতীয় পার্টির কমিটি গঠন করতে সক্ষম হবো।কিন্তু কেন্দ্রীয় কমিটি বির্তকিত হওয়ায় উপজেলা সম্মেলন ২০২২ স্হগিত করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এ এস এম জাহাঙ্গীর পাঠানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি বলে কোন মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।