আলো রিপোর্ট:
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম হারুনুর রশিদ খাঁননের মৃত্যতে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখতে গিয়ে অনেক বক্তা কেঁদে ফেলেন।
আজ সোমবার (১২ জুন) উপজেলা প্রশাসনের উদ্দ্যােগে উপজেলা পরিষদের সভাকক্ষে
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিনিয়া জিন্নাতের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সদস্য ও শিবপুর আসনের বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন।
সভায় আরো বক্তব্য রাখেন শিবপুর উপজেলা পরিষদের অস্হায়ী চেয়ারম্যান তাপসী রাবেয়া, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) ফিরোজ তালুকদার, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, আইয়ুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা দীন মোহাম্মদ শিবপুর প্রেসক্লাবের সভাপতি এসএম খোরশেদ প্রমুখ।
প্রধান অতিথি জহিরুল হক ভূঁইয়া মোহন বলেন —হারুনুর রশীদ খাঁন ছিলেন একজন দক্ষ ও পরিপূর্ণ উপজেলা চেয়ারম্যান। ওনার মতো চেয়ারম্যান সারা দেশে হাতে গুনা কয়েকজন পাওয়া যেতে পারে। বিএনপির সাবেক মহাসচীব মরহুম আব্দুল মান্নান ভূঁইয়া মতো নেতাকে হারিয়ে আমাদের যেই ক্ষতি হয়েছে, ঠিক তেমনি হারুনুর রশীদ খাঁনকে হারিয়েও ক্ষতি হয়েছে।তাদের মতো নেতা শিবপুরে আর হবে কিনা তা আমার জানা নেই।
উল্লেখ্য যে, হারুনুর রশীদ খাঁন গত ২৫ ফেব্রুয়ারী সকালে নিজ বাসায় সন্ত্রাসীদের ধারা গুলিবিদ্ধ হয়ে আহত হয়। ঢাকার এভারকেয়ার হাসপাতালে হত ৩১ মে বিকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।