আলো রিপোর্ট:
সরকারী বিধি মোতাবেক ৮ টি শূণ্য পদে জনবল নিয়োগ দিবে শিবপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজ। বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এ তথ্য জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
জানাগেছে, নরসিংদীর শিবপুর পৌরসভায় অবস্থিত শিবপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজের জন্য আটটি শূণ্য পদে জনবল নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।শূণ্যপদ গুলির মধ্যে রয়েছে বাংলা ও ইংরেজি বিষয়ের জন্য দুই জন প্রভাষক, বাংলা ও ইংরেজি বিষয়ের জন্য সহকারী শিক্ষক দুই জন, হোস্টেল সুপার একজন , অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর একজন, পিওন একজন ও আয়া একজন।
প্রভাষক পদের জন্য অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষযে স্নাতক ( সম্মান) বা স্নাতকোত্তর ডিগ্রী, সহকারী শিক্ষক ও হোস্টেল সুপার পদের জন্য স্নাতক বা সম্মান, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের জন্য এইচ এস সি, পিয়ন ও আয়ার জন্য প্রার্থীকে অবশ্যই ৮ম শ্রেণী পাশ হতে হবে। তবে প্রভাষক ও সহকারী শিক্ষক পদের জন্য প্রার্থীকে নিবন্ধনধারী হতে হবে।
শিবপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজ সূত্র শিবপুরের আলো ২৪ ডট কম’কে জানায়, আগ্রহী প্রার্থীগণ আগামী ১৩ আগষ্টের মধ্যে পরিচালনা কমিটির সভাপতি বরাবর প্রয়োজনীয় কাগজপত্র সহ স্ব-হস্তে লিখিত আবেদনপত্র জমা দিতে হবে। সব কিছু ঠিক থাকলে আগামী ১৪ আগস্ট সকাল ১১ ঘটিকায় নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।