♦স্টাফ রিপোর্টার♦
নরসিংদীতে প্রয়াত সাংবাদিকদের স্মরণ ও অসুস্থ সাংবাদিকদের রোগমুক্তি কামনায় দোয়া, ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) বিকেলে নরসিংদী সাংবাদিক ইউনিয়নের আয়োজনে জেলা শহরের ডিসি রোডস্থ একটি রেস্টুরেন্টে এ ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।
নরসিংদী সাংবাদিক ইউনিয়নের আহবায়ক কবির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি বাবু নিবারণ রায়, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, নকশিস এর সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান, নরসিংদী থেকে প্রকাশিত অতিক্রম পত্রিকার সম্পাদক রমজান আলী প্রমানিক, নরসিংদী প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক সময়ের মুক্তচিন্তা পত্রিকার সম্পাদক জয়নুল আবেদীন, দেশ টিভি জেলা প্রতিনিধি আকরাম হোসেন, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি তৌফিকুল হক, সাধারণ সম্পাদক অজয় সাহা, মাধবদী থানা প্রেসক্লাবের সভাপতি আল-আমিন সরকার, সাধারণ সম্পাদক খন্দকার শাহীন, নরসিংদী জেলা প্রশাসক বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকার ও নরসিংদী সদর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল জলিল মিয়া।
নরসিংদী সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক সদস্য বাকি বিল্লাহ'র সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন নরসিংদী সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শাহাদাৎ হোসেন রাজু, আহ্বায়ক কমিটির সদস্য সচিব আমির হোসেন, দিদার হোসেন পিন্টু, কাজী ফয়জুল জালাল লিমন, আজকের পত্রিকা রায়পুরা প্রতিনিধি হারুনুর রশিদ, কালেরকণ্ঠ ডিজিটাল প্রতিনিধি সুজন বর্মন দীপ, ঢাকা পোষ্ট নরসিংদী প্রতিনিধি তন্ময় সাহা, দৈনিক একুশে সংবাদ প্রতিনিধি সাব্বির হোসেন, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি শামীম মিয়া, কালবেলা বেলাব প্রতিনিধি আলমগীর পাঠান, মোহাম্মদ ইয়াসিন মিয়া, হিমেল দে, দৈনিক আমার দেশ রায়পুরা প্রতিনিধি এম.আজিজুল ইসলাম, ঈদুল ফিতর, আলোকিত সকাল প্রতিনিধি সৈয়দ ইমরান হোসেন, শিরোনাম প্রতিদিন পত্রিকার বার্তা সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ডেইলি পোষ্ট প্রতিনিধি তাসলিমা আক্তার সহ জেলার বিভিন্ন উপজেলার গণমাধ্যমকর্মী, সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায় ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে জেলার প্রয়াত সাংবাদিকদের স্মরণ করে অসুস্থদের রোগমুক্তি কামনা ও দেশবাসীর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.