♦আলো রিপোর্ট♦
বৈষম্যবিরোধী আন্দোলনে গতবছর স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর শিবপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান আত্বগোপনে চলে যান। ফলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনুপস্থিত থাকায কার্যক্রম পরিচালনায় ব্যহৃত হয়। তাই ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম সচল রাখতে এবং জনসাধারণের সেবা প্রদান করতে শিবপুর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা স্বপন চন্দ্র সরদারকে আইয়ুবপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করতে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয়েছে। গত২৪ এপ্রিল নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য যে, গত ২০২২ সালের ৫ জানুয়ারী ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার আয়ুবপুর ইউনিয়ন থেকে আ.লীগের দলীয় মনোনয়ন নিয়ে চেয়ারম্যান নির্বচিত হন তিনি। এরপর ২০২২ সালের ২৭ জানুয়ারী চেয়ারম্যান হিসেবে শপথ নিয়ে দায়িত্ব গ্রহন করেন তিনি।