♦আলো রিপোর্ট♦
আগামীকাল একুশে ফেব্রুয়ারি। সারাদেশে পালিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সারাদেশের ন্যায় নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যােগে পালিত হবে কর্মসূচী। কর্মসূচীর মধ্যে রয়েছে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, প্রভাত ফেরি, চিত্রাঙ্কন।
শিবপুর বর্ণমালা স্কুল এন্ড কলেজ’র প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন ও শিবপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মামুন শিবপুরের আলো টোয়েন্টিফোর ডট কম’কে বলেন — কালকের দিনটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।কারণ মাতৃভাষার জন্য তাজা রক্ত দিতে হয়েছে বিশ্বের ইতিহাসে এমন ঘটনা আর দ্বিতীয়টি নেই।আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা কর্মসূচী পালন করার পাশাপাশি উপজেলা প্রশাসনের কতৃক আয়োজিত সকল কর্মসূচীতে অংশ গ্রহণ করবো।
উল্লেখ্য য, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) রাস্ট্র ভাষা করার দাবীতে ঢাকায় আন্দোলনরত ছাত্রদের ওপর গুলিবর্ষণে অনেক তরুন ছাত্রদের প্রাণ দিতে হয়েছিল। তাদের মধ্যে রফিক, সালাম, জব্বার উল্লেখযোগ্য। ১৯৯৯ সালের ১৭ নভেম্বরে জাতিসংঘ কতৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালন করে আসছে।