আলো রিপোর্ট:
আগামী ২৫ মে পর্যন্ত চলবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো'র অধীনস্থ নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে 'কোরিয়ান ভাষা প্রশিক্ষণ 'কোর্সে ( জুন - সেপ্টেম্বর /২০২৩ খ্রি: সেশনে) প্রশিক্ষণার্থীদের ভর্তি। আগ্রহী প্রার্থীগণ সরকারী ছুটি ও সাপ্তাহিক ছুটি ব্যতিত অফিস চলাকালীন যে কোন সময় ভর্তি ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন বলে জানাগেছে।
নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র শিবপুরের আলো ২৪ ডট কম'কে জানায়, চার মাস মেয়াদী কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কোর্সে আসন সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৩০ জন। এর মধ্যে থাকবে পুরুষ ও মহিলা।ভর্তি ফরম ফি বাবদ ১০০ টাকার বিনিময়ে ১৮ থেকে ৩৫ বছর বয়সের যে কেউ এই কোর্সের জন্য ভর্তি ফরম সংগ্রহ করতে পারবে। নূন্যতম এসএসসি পাশের সার্টিফিকেট থাকলেই কেবল ১০০০ টাকা জমা করে ভর্তি হতে পারবে। গত ২রা মে থেকে চালু হওয়া ভর্তির ফরম উত্তোলন ও জমা দেওয়া চলবে আগামী ২৫ মে পর্যন্ত। ২৯ মে সকাল নয়'টায জমা দেওয়া ফরম থেকে লটারীর মাধ্যমে ৩০ জন প্রশিক্ষণার্থীকে নেওয়া হবে।লটারীর মাধ্যমে বিজয়ী কেবল প্রশিক্ষণার্ত্রীরা ৩০ মে সকাল নয়'টায় মৌখিক পরিক্ষায় অংশ গ্রহণ করতে হবে। ৩১ মে ভর্তি হয়ে ১ লা জুন ওরিয়েন্টেশন ক্লাশের মাধ্যমে চার মাস মেয়াদী কোরিয়ান ভাষা প্রশিক্ষণ ক্লাশ শুরু হবে। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ( BMET) থেকে কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কোর্সের উপর সরকারী সনদপত্র প্রদান ককরা হবে।
উল্লেখ্য যে, ঢাকা - সিলেট মহাসড়কের ইটাখোলা বাসষ্ট্যান্ডের পূর্ব - দক্ষিণ পাশের শাষপুর গ্রামে নরসিংদী সরকারী প্রশিক্ষণ কেন্দ্র টি অবস্থিত।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.