শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের" মাঠে দৌলতপুর বাইতুল হামদ জামে মসজিদের উদ্যোগে আতামী ৩১ মার্চ বৃহস্পতিবার বাদ আছর হইতে মরহুম সুবেদার মেজর মনসুর আহম্মেদ ও সকল কবরবাসীর রুহের মাগফিরাত" কামনায় ২য় বার্ষিক তাফসীরুল কোরআন ও প্রশ্নোত্তর ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা, বি এল এফ থানা কমান্ডার, সাবেক প্রধান শিক্ষক ও লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুল বাতেন বি.এস.সি।মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নরসিংদী- ৩ শিবপুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন। বিশাল ওয়াজ মাহফিলে প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করবেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, সাবেক দাঈ, পশ্চিম দাম্মাম ইসলামিক সেন্টার, সৌদি আরব ও নারায়ণগঞ্জ আল সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাইখ আহমাদুল্লাহ।বিশেষ আলোচক হিসেবে আলোচনা পেশ করবেন ঢাকা পল্লবী মসজিদুল জুমআ এর খতিব শাইখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ও মনোহরদীর হরিনারায়ণপুর জামিউল উলুম ফাজিল মাদ্রাসার প্রভাষক মোঃ মোতালিব হোসেন বরকতী।ওয়াজ মাহফিলের শুভেচ্ছান্তে রয়েছেন মাননীয় শিল্প মন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপির ব্যক্তিগত কর্মকর্তা, লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, সমাজসেবক, শিক্ষানুরাগী আবদুল্লা আল মঈন ঝুটন। সার্বিক তত্ত্বাবধানে থাকবেন ওয়াজ মাহফিল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান ভুইয়া আল আমিন।সার্বিক সহযোগিতায় থাকবেন সর্বস্তরের এলাকাবাসী ও শিমুলিয়া গোল্ডেন ক্লাব।উল্লেখ্য প্রজেক্টরের মাধ্যমে মহিলাদের জন্য ওয়াজ শোনার সু-ব্যবস্থা রয়েছে। ওয়াজ মাহফিলে আল্লাহ সকলকেই অশেষ নেকি ও মূল্যবান নসিহত শোনার ও বুঝার তৌফিক দান করুক। আমীন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.