আজ ২৭ মার্চ।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাবেক আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়ার ২য় মৃত্যু বার্ষিকী।বিএনপির এই নেতা ছাএ জীবন থেকেই ছাএদলের মাধ্যমে রাজনীতিতে যোগ দেন। ছাএজীবন থেকে বিএনপির রাজনীতি করে জীবনের শেষ সময় টুকু পর্যন্ত বিএনপির সাথেই ছিলেন।জীবন ও যৌবন সব শেষ করেছেন বিএনপি বিএনপি করে।ছাএ জীবন থেকে বিএনপির রাজনীতি করে আসায় তিনি স্বপ্ন দেখে ছিলেন শিবপুর আসন থেকে এমপি হওয়ার।যেই কারণে গত ১/১১ সময় বিএনপির সাবেক মহাসচীব মরহুম আব্দুল মান্নান ভূঁইয়ার সাথেও খারাপ ব্যবহার করেছিলেন তিনি।কিন্তু এত ত্যাগ শিকার করার পরও শিবপুর আসন থেকে বিএনপির মনোনয়ন না পাওয়া সহ দল তাকে মূল্যায়ণ না করায় সেই শোকে শোকে মৃত্যু হয় বিএনপির এই নেতার।