আগামী ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন উপলক্ষে আজ ১৮ ফেব্রুয়ারী নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুুতিমূলক সভায় সভাপতির বক্তব্য রাখছেন ইউএনও মোছা: ফারজানা ইয়াসমিন।
♦আলো রিপোর্ট ♦
আগামী ২১ ফেব্রুয়ারী পালিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। তাই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য আজ ১৮ ফেব্রুয়ারী নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রস্তুতিমূলক সভা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোছা: ফারজানা ইয়াসমিন’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) ও শিবপুর পৌর প্রশাসক আবদুর রহিম, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন, শিবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোস্তাফিজুর রহমান কাউছার, শিবপুর পৌরসভা বিএনপির সভাপতি এডভোকেট মাহমুদুল হাসান বাবুল, নরসিংদী প্রেসক্লাবের সদস্য এস এম আরিফুল হাসান প্রমুখ। কিভাবে শিবপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।