• মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন

আমাকে বির্তকিত করার জন্যই অপপ্রচার করা হয়েছে — তোফাজ্জল হোসেন মাস্টার

admin / ৭৩ Time View
Update : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

তোফাজ্জল হোসেন মাস্টার 

আলো রিপোর্ট :

নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার বলেছেন — দেশের সকল সংবাদপত্র ও বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকান্ড যখন বন্ধ ছিল তখন আমি আইয়ুব বিরোধী আন্দোলন করে জেল খেটেছি। শেখ মজিব বিরোধী আন্দোলন করায় পুলিশ আমাদের বাড়ি তছনছ করে ফেলেছে।কালা কানুনের বিরুদ্ধে আমি অনেক বছর সংগ্রাম করেছি। আমি বিভিন্ন সরকার বিরোধী আন্দোলন করে অনেক নির্যাতনের শিকার হযেছি। আমি অনেক বছর ধরে রাজনীতির সাথে জড়িত। আমি সকল আন্দোলনের সাথে জড়িত তাই সাংবাদিকদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা সঠিত তথ্য প্রকাশ করে আমাকে সহযোগিতা করবেন। আমার যদি কোন সমস্যা থাকে তাহলে আমার সাথে কথা বললেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে।

তিনি ১৫ মার্চ শিবপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে কথা বলার সময় একথা বলেন।

তিনি আরো বলেন, – গত ১২ মার্চ শনিবার শিবপুর পৌরসভা বিএনপি কর্তৃক আয়োজিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে আমি যে বক্তব্য দিয়েছি তা সঠিক ভাবে বিভিন্ন সামাজিক মাধ্যম ও প্রিন্ট মিডিয়ায প্রকাশ ও প্রচার করা হয়নি। নরসিংদী সদর আসনের সাবেক এমপি মরহুম শামসুদ্দিন আহমেদ এছাক দীর্ঘ সময ধরে জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছে। আমি তার সাথে ১৯৯৩ সাল থেকে জেলা বিএসপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। ৬০ বছর ধরে এছাক পরিবারের সাথে আমার সর্ম্পক রয়েছে। এছাক সাহেব মৃত্যুর পূর্বে সাপ্তাহিক আরশী নগরে নিজে লিখে বলেছেন আমার পরে তোফাজ্জল মাস্টারের হাতেই জেলা বিএনপি নিরাপদ।তিনি হলেন ঔক্যের প্রতীক। ইছাক সাহেবের পরিবার ও আমার ম্যধ্যে ফাটল ধরানো সহ আমাাকে বির্তকিত করানোর জন্যই অপপ্রচার চালানো হয়েছে। ১/১১ পরে জাতীয় সংসদ নির্বচনে আমি নমিনেশন চাই নাই।মেডাম আমাকে ডেকে নিযে মনোনয়ন দিয়েছিল। সেই নির্বচনে আব্দুল মান্নান ভুঁইয়ার লোকেরা আমার নেতৃত্ব কাজ করেছে।

আমি যশোর, দুলালপুর ও চক্রধা ইউনিয়নের বিভিন্ন জায়গায় রাজনৈতিক প্রোগ্রাম করেছে।দলের মধ্যে গ্রুপিং থাকলেও সবাই আমার অনুষ্ঠানে যোগ দিয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category