সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে সরকারী ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা। তিনি আজ ২৬ এপ্রিল মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনের পরে সারাদেশে ৩২ হাজার ৪০৯ জন পরিবারের মাঝে সরকারী ঘর হস্তান্তর করা হয়। এরই ধারাবাহিকতায় শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জিনিয়া জিন্নাতের প্রচেষ্টায় উপজেলার ৪২ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ঘর ও জমির কাগজ পএ হস্তান্তর করা হয়।এর মধ্যে উপজেলার চক্রধা ইউনিয়নের সাতপাড়া ১০টি, যোশর ইউনিয়নের সৃষ্টিগড় ২৫টি ও বাঘাব ইউনিয়নের লামপুর বাজার ৭টিঘর রয়েছে। ৪২টি ঘরের মধ্যে ৩টি ঘর উপজেলা পরিষদের রাজস্ব তহবীল হতে নির্মাণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.