বেলাল আহমেদ, বিশেষ প্রতিনিধি:
নরসিংদী সদর উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হাজী আবেদ আলী কলেজে আজ সোমবার (১৪/৮/২০২৩) সকাল ১০.৩০ মিনিটে ২০২৩ সালের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান হিসাবে উপস্থিত ছিলেন অত্র কলেজের দাতা সদস্য ও বিটিএমই,এর সহ- সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সভাপতি ও মোহাম্মদ ছানাউল্লাহ, হাজী আবেদ আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সভাপতি।এছাড়াও অত্র কলেজের গভর্নিং বডির সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান, আব্দুল হালিম,সৈয়দ আমিরুল ইসলাম শামীম,মহাদেব সাহা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের লোকজন এবং অত্র কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা বলেন এ বিদায় জীবনের উন্নতির সোপানে এগিয়ে যাওয়ার বিদায়। শুধু শিক্ষিত নয়,পাশাপাশি নিজেদেরকে মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। তবেই তোমাদের দ্বারা সমাজ তথা রাষ্ট্রের সুফল বয়ে আসবে। পরিশেষে সকল শিক্ষার্থীদের জন্য দোয়া পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক ওয়ালীউল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের প্রভাষক নাজমুল আলম সোহাগ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.