আবুনাঈম রিপন, স্টাফ রিপোর্টার:::
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান হিসেবে তাপসী রাবেয়া প্রায় একবছর ধরে দায়িদ্ব পালন কনছেন।উপজেলা মহিলা লীগের এই নেত্রী ২০১৯ সালে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করে বিজয়ী হয়েছিলেন। গত ২০২৩ সালের ২৫ ফ্রেবুয়ারী সকালে শিবপুর থানার পূর্ব পাশে অবস্থিত নিজ বাসায় সন্ত্রাসীদের গুলিতে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাবেক সভাপতি আলহাজ্ব হারুনুর রশীদ থান আহত হয়।তারপর মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়াকে প্যানেল চেয়ারম্যানের দায়িদ্ব দেওয়া হয়। ভারত থেকে চিকিৎসা গ্রহণ শেষে গত ২০২৩ সালের ৩১ মে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হারুনুর রশীদ থানের মৃত্যু হয়।
তারপর উপজেলা পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উপজেলা পরিষদ (কার্যক্রম বাস্তবায়ন) বিধিমালা, ২০১০ এর ১৫(৩) ধারা অনুযায়ী নতুন চেয়ারম্যান কার্যভার গ্রহণ না করা পর্যন্ত প্যানেল চেয়ারম্যান-০১ তাপসী রাবেয়া কে উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্বসহ আর্থিক ক্ষমতা প্রদান করা হয়।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা ০১ শাখা থেকে উপ সচিব ড. মাসুরা বেগম ( ১১ জুন ২০২৩) স্বাক্ষরিত এক পত্রে এই দায়িত্ব প্রদান করেন। যা স্মারক নং ৪৬.০০.০০০.০৪৬.১৮.১৫৪.১৯-২০২।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.