আব্দুল মান্নান ভূঁইয়া আর্দশ বিদ্যাপীঠ থেকে এসএসসি পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ ও জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো: সজীব.
আবুনাঈমরিপন, স্টাফ রিপোর্টার:::
নরসিংদী শিবপুর উপজেলার আব্দুল মান্নান ভূঁইয়া আর্দশ বিদ্যাপীঠ থেকে ২০২৪ নালের এসএসসি পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ ও জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বিদ্যাপীঠ কর্তৃপক্ষ।
আজ শনিবার (৮ জুন) সকালে আবদুল মান্নান ভূঁইয়া আদর্শ বিদ্যাপীঠ'র আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার হাজী আসমত সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো: মতিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা,শাহ্ মো: সজীব, শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ'র ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর নাছিমা আক্তার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরউদ্দিন মোঃ আলমগীর।
বিদ্যাপীঠের সভাপতি অসুস্থ থাকায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক( ভারপ্রাপ্ত), মোহাম্মদ কাইয়ুম ভূঞা।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যাপীঠের শিক্ষক শিক্ষিকা বৃন্দ, কোমলমতি শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।উপস্থিত ছিলেন বিদ্যাপীঠের কো- অপ্ট সদস্য, মোহাম্মদ কামরুজ্জামান, সহকারী অধ্যাপক, পাঁচ কান্দি ডিগ্রী কলেজ।
শতভাগ পাস করা এবং শিবপুরে প্রথম স্থান অর্জন করা ফলাফলটি উৎসর্গ করলেন প্রয়াত জননেতা, প্রতিষ্ঠাতা আবদুল মান্নান ভূঁইয়া ও আবদুল মান্নান ভূ্ঁইয়ার সহধর্মিনী প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর মরিয়ম বেগম এর নামে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.