♦মাহবুব খান, বার্তা সম্পাদক ♦
নরসিংদীর শিবপুর উপজেলার বান্দারদিয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে ‘মেসার্স পাঠান ফিলিং স্টেশন’ নামীয় প্রতিষ্ঠানটি ওজনে তেল কম দেওয়ায় জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) শিবপুর উপজেলা প্রসাশন ও বিএসটিআই নরসিংদী আঞ্চলিক অফিসের যৌথ উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
জানা গেছে, বান্দারদিয়ায় মেসার্স পাঠান ফিলিং স্টেশনে পেট্রোল প্রতি ৫ লিটারে ২৮০ মি.লি কম, অকটেন প্রতি ৫ লিটারে ২০ মি.লি এবং ২টি ডিজেল ডিফেন্ডিং ইউনিটে ডিজেল প্রতি ৫ লিটারে ২০ মি.লি. ও ১০ মি.লি কম পাওয়া যায়। ওজনে কারচুপি করার দায়ে পাম্পটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহিম এর নেতৃত্বে উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই এর নরসিংদী আঞ্চলিক অফিসের পরিদর্শক (মেট) শেখ রাসেল অংশগ্রহণ করেন। এসময় তাকে ফিল্ড অফিসার (সিএম) এ এফ এম হাসিবুল হাসান সহায়তা করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.