কবিতা : আমি ভুলে গেছি
নুরুল ইসলাম নূরচান
ভালোবাসার নামে তোমার লালসার শিকার হয়ে আমি ফিরে এসে একটি ফুলের বাগান করেছি
মস্ত বড় বাগান
ফুলে ফুলে ভরে গেছে পুরোটা বাগান।
বাগানে এখন প্রতিদিন ভ্রমর আসে,
তাদের আসা যাওয়া দেখে আমার মন ভরে যায়
ভ্রমরদের মধ্যে সেকি নির্মল ভালোবাসা
তারা তাদের মত করে আসে আবার নীল আকাশে উড়ে যায়।
বাহারি ফুলের বাগানে আমি বসে বসে এসব দেখে
উৎফুল্ল হই, পরিতৃপ্তি পাই অজুত লক্ষ।
ভ্রমরদের কলতান আর ফুলের সুবাসে এখন আমি ভুলে গেছি তোমাকে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.